কাপ্তাইয়ে সাংবাদিক আহমেদ নবীর মৃত্যু,বিভিন্ন মহলের শোক

Published: 04 Jul 2018   Wednesday   

কাপ্তাইয়ের প্রবীন সাংবাদিক আহমেদ নবী (৫৮) রোববার ভোরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে কাপ্তাই প্রজেক্টস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে------রাজিউন)। তিনি দীর্ঘাদিন ধরে লিভার সিরোসিস, ডায়বেটিস সহ বিভিন্ন জোটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কণ্যাসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে কাপ্তাইয়ের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

 

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলাদার হোসেন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুর নাহার বেগম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই শ্রমিক লীগ সভাপতি আব্দুল ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ.আর লিমন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন, আলমগীর কবিরসহ, স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গ। তারা সকলেই সংবাদিক আহমেদ নবীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানান। বাদ জোহরের পর কাপ্তাই একাডেমী মসজিদ প্রাঙ্গনে আহমেদ নবীর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

উল্লেখ্য, সাংবাদিক আহমেদ নবী মৃত্যুর আগ পযর্ন্ত “দৈনিক আমাদের সময় ও দৈনিক গিরিদর্পন” পত্রিকার কাপ্তাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত