আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) সমর্থিত নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি শহরের পৌরসভা মিলনায়তনের সামনে ”নারীর ক্ষমতায়ন ও নির্যাতন থেকে মুক্তি, নারীরাও মানুষ-নারীদের চাই সমান অধিকার এবং নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ব›দ্ধ করুন”শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র সাংগঠনিক সম্পাদিকা অনিতা রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যান সমিতি’র সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যান সমিতি’র আহবায়ক প্রীতিময় চাকমা, দীঘিনালা ইউপি’র চেয়ারম্যান চন্দ্র রন্জন চাকমা, পাচমস সদস্য দুর্গা দেবী চাকমা, রামগড় উপজেলা পিসিজেএসএস(এমএনলারমা) সভাপতি হরি সাধন বৈঞ্চব, দীঘিনালা সভানেত্রী কানন কুসুম চাকমা, মিনা চাকমা, প্রীতি খীসা, মহালছড়ি উপজেলার সভাপতি তনুস চাকমা, সুপ্রভা চাকমা, পিসিপি’র সহ-সম্পাদক জ্ঞান চাকমা প্রমূখ। এর আগে লারমা স্কোয়ার থেকে একটি র্যালী বের করে পৌর মিলনায়তনের সামনে গিয়ে সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারকে নারী নির্যাতনের বিচার সুষ্ঠুভাবে করার দাবী জানিয়ে বলেন,বর্তমানে নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে এই নির্যাতনের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্র সমতলের চাইতে কম ভয়াবহ নয়। গত দুই মাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ৯জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। গত বছর ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছিলেন ৩৪জন পাহাড়ি নারী ও শিশু।
অপরদিকে আন্তর্জাতিক নারী দিবসে তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরন(সেক্টর) প্রকল্প জিপ-থ্রি এর আওতার আয়োজনে খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-৩ ও নারী এবং শিশু বিষয়ক স্থায়ী কমিটি’র কাউন্সিলর খালেদা বেগম সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র মোঃ রফিকুল আলম, প্যানেল মেয়র-১ এটিএম রাশেদ উদ্দিন, সচিব পারভিন আক্তার । এর আগে এলাকার গন্যমান্য ব্যক্তির অংশ গ্রহনে পৌর কার্যালয় থেকে র্যালী শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.