সোমবার রাঙামাটিতে জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মাসিক গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। রাতে শহরের রিজার্ভ মুখস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
হাজী মোঃ মুছার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোঃ শফিউল আলম আল-ক্বাদেরী। এসময় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসাইন আল-ক্বাদেরী, মানিকছড়ি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী।
এছাড়াও জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, মোঃ জসীম উদ্দিন, সাবেক জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম, আবদুল হালিম ভোলা, সহ-সভাপতি হাজী আকবর আলী, হাজী মোঃ আলাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক হাজী হাবিবুর রহমান চৌঃ, হাজী মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
ঈদ পূনর্মিলনী ও মাসিক গেয়ারভী শরীফে জেলা গাউছিয়া কমিটির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য-সচিব মোঃ আবু সৈয়দ বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীতে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। দুনিয়াবী কোনো লোভ-লালসায় কিংবা আমিত্ব প্রদর্শনের স্থান দরবার নয়। দরবার হচ্ছে আদবের জায়গায়। যে যত বেশি আদব দেখাতে পারবে সে তত বেশি সফলকাম হবে। দল মতের উর্ধ্বে উঠে মাজহাব-মিল্লাতের খেদমতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.