লংগদুতে জেলেদের ৪০কেজি করে চাল প্রদানের দাবীতে মানবন্ধন

Published: 21 Jun 2018   Thursday   

কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারের মাঝে ১০ কেজি করে বিজিএফ চাল বরাদ্দের বিপরীতে ৪০ কেজি করে চাল বরাদ্দের দাবী জানিয়েছে লংগদু একতা মৎস্যজীবি ও ব্যবসা কল্যান সমবায় সমিতি। আগামী এক সপ্তাহের মধ্যে এ বরাদ্দ দেয়া না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচীর হুমকিা দিয়েছে তারা।

 

বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই হ্রদের লংগদু জেলে পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ এর ৪০ কেজি চালের বিপরীতে ১০ কেজি চাল বরাদ্দের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে হমকি দেয়া হয়েছে।


লংগদু উপজেলা কার্যালয় চত্বরে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লংগদু একতা মৎস্যজীবি ও ব্যবসা কল্যান সমবায় সমিতির সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুবলীগের সাবেক ছাত্রনেতা শাহ নজরুল ইসলাম প্রমুখ। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, সমগ্র বাংলাদেশে মৎস্য প্রজনন মৌসুমে যে সকল এলাকায় মৎস্য আহরন সরকারী নিদের্শে বন্ধ রাখা হয়, সে সকল এলাকার জেলেদেরকে ত্রাণ হিসেবে ৪০ কেজি করে সাহায্য প্রদান করা হয়। কিন্তু রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ ঘোষণাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহন কররা হলেও জেলেদেরকে প্রতি মাসে ১০ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ প্রদান করা হচ্ছে। যা বৈষম্য ছাড়া কিছুই নয়। বক্তারা এই বৈষম্য দূর করে দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারের মাঝে ১০ কেজি চালের পরিবর্তে ৪০ কেজি চাল বিতরনেল দাবী জানান।


প্রসঙ্গতঃ কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ বাজারজাত, শুকানো ও পরিবহনের ওপর রাঙামাটি জেলা প্রশাসন গেল ১ মে মধ্যরাত থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত