রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে রৈরি আবাহাওয়ার কারণে রাঙামাটির সকল ঈদ জামাত ঈদগা মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮ টায় রাঙামাটি প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের তবলছড়ি জামে মসজিদ প্রাঙ্গনে। এতে অংশ নেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
বনরূপা কালেক্টরেট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এছাড়া রিজার্ভ বাজার জামে মসজিদ, বনরূপ জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রত্যেকটি ঈদ জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি-সমৃদ্ধি ও সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া মুসল্লিরা রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানসহ অন্যান্য কবর স্থানে তাদের প্রয়াত আত্মীয় স্বজনের আত্মার রুহের মাগফিরাত কামনা করেন এবং কবর জিয়ারত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.