কাপ্তাইয়ে হত্যা মামলার আটক দুই আসামির ১৬৪ ধারায় স্বীকাররোক্তি মূলক জবানবন্দি

Published: 29 May 2018   Tuesday   

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা ১৬৪ ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।


২৭ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সময় ব্যবহারিত সিএনজি চালিত অটোরিক্সা চালক মোঃ জসিম (৩৫) পিতাঃ শাহ আলম, সাং- বারঘোনা ফকিরাঘোনা, শাকিল হোসেন শিপন (২১) পিতাঃ মোঃ জাকির হোসন সাং- বারঘোনাকে আটক করে। তদন্তের স্বার্থে আসামি আটকের বিষয়টি গোপন রাখা হয় বলে কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর জানান ।


তিনি আরও বলেন, ২৮মে আটককৃতরা রাঙামাটি জেলা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের সম্মূখে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। উল্লেখ্য গত ২০ এপ্রিল কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশমবাগান এলকায় মোঃ ইব্রাহিম খলিল (২৭)এর গলা কেটে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ৪/৫ জনের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ২১ এপ্রিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত