সীতাকুন্ডে দুই ত্রিপুরা শিশু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে লামায় মানববন্ধন

Published: 29 May 2018   Tuesday   

সীতাকুন্ডে মহাদেব পুর পাহাড়ের ত্রিপুরা পাড়ার আদিবাসী দু`শিশুকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার লামায় মানবন্ধন করেছে।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ লামাসহ লামা উপজেলা সচেতন মহলের আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে বিভিন্ন সংগঠনের সংগঠনের লোকজন অংশ নেন। মানবন্ধন চণাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ লামা উপজেলা শাখার সভাপতি ও ইউপি সদস্য ইলিশায় ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিরেন ত্রিপুরা, হেলেন কেলার ইন্টারন্যাশনাল লামা শাখার জেন্ডার অফিসার অপুল ত্রিপুরা ও বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার দপ্তর সম্পাদক অজাহা ত্রিপুরা।

 

বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত আদিবাসী সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাসহ  গেল ১৮ মে  সীতাকুন্ড উপজেলার মহাদেবপুর ত্রিপুরা পাড়ার দু্ শিশু ছবি রানী ত্রিপুরা ও সুকলতি ত্রিপুরা`র  হত্যাকারীদের অচিরে গ্রপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বক্তারা পাশাপাশি হত্যার শিকার শিশুদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিতসহ ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবী জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত