রাজস্থলী উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

Published: 28 May 2018   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ রাজস্থলী উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দিয়েছেন।


সোমবার রাজস্থলী উপজেলা সফরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ ঘোষনা দেন।


উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পাবলিক হলের আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বক্তব্য রাখেন, রাজস্থলী থানা অফিসার ইন-চার্জ এসএম মাহাবুবুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা। পরে তিনটি ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের মধ্যে গবাদি পশু বিতরণ করেন এবং সভায় রাজস্থলী উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন। এছাড়া উপজেলা প্রশাসন ভবনের উপরে স্থাপিত ওয়া-ফাই টাওয়ার উদ্ধোধন করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, রাঙামাটির অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলাটি মনোরম ও বেশ প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর রয়েছে। তার পাশাপাশি স্থানীয় জনগন, রাজনৈতিক নেতা-নেত্রীবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার আন্তরিকতা পরিবেশ রয়েছে। এ ধরণে পরিবেশ অক্ষুন্ন থাকলে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও মধ্যমা উন্নয়ন দেশ গড়ে তুলতে সহসা সম্ভব হবে। যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করার সম্ভব।


বিশেষ অতিথি হিসেবে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা বলেন, এ উপজেলা একটি সশস্ত্র গ্রুপ বিভিন্ন সময় আইন পরিস্থিতিকে ব্যাঘাত করে আসছে। আমরা তাদেরকে তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এরা জন গনের শুভ কাজকে পছন্দ করেনা। পরিস্কার পানিকে ঘোলা করে নিজেদের স্বার্থ আদায় করতে প্রস্তুত থাকে। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান উদ্দ্যোগে উপজেলা প্রশাসন ভবনের উপরে স্থাপিত ওয়া-ফাই টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত