বান্দরবানের আলীকদম উপজেলায় সোমবার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের ওপর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লামা তথ্য অফিসের উদ্যোগে কার্যালয়ের সন্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) নুর-এ-জান্নাত রুমি। লামা তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. ইস্কান্দর নুরী ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।
কর্মশালায় যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমুহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জন্মনিবন্ধন, স্যানিটেশন, পরিবেশ, মাদক প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা ও নিরাপদ মাতৃত্ব নিয়ে বক্তারা আলোকপাত করা হয়।
উল্লেখ্য, শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.