রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

Published: 19 May 2018   Saturday   

 রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির (বিএফডিসি) উদ্যোগে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রনালয়ের সচিব মোঃ রইসুল আলম মন্ডল। জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ।স্বাগত বক্তব্যে দেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান।

 

পরে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেন সচিব সহ অতিথিরা। এবছর কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ২২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে।

 

এসময় মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রনালয়ের সচিব মোঃ রইসুল আলম মন্ডল কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধিতে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মৎসজীবি সহ সকলকে মাছ শিকার বন্ধকালীন সময়ে কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত