রুমায় আটক দুই নেতাকে মুক্তির দাবী জানিয়েছে পিসিপি

Published: 18 May 2018   Friday   

বান্দরবানের রুমা উপজেলা বাজার থেকে  পিসিপি’র রুমা থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।  

 

পিসিপি’র বান্দরবান জেলা শাখার সাধারন সম্পাদক প্রুনুঅং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি’র রুমা থানা শাখার সভাপতি থুইনুমং মারমা ও সাধারণ সম্পাদক উসাইচিং মারমার বিরুদ্ধে  সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকার সত্ত্বেও  গেল বৃহস্পতিবার রুমা বাজার থেকে আটক করা হয়েছে। পরে চাদাবাজি মামলায় আটক দেখিয়ে দুজনকে বান্দরবানের মেজিস্ট্রেট অাদালতে প্রেরনের পর জেল হাজতে পাঠানো হয়েছে।  অাগামী ২০ মে  পিসিপি’র  ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন নিয়ে ছাত্রদের মধ্যে যে প্রস্তুতি চলছিল তার বানচাল করার জন্য  এ ধরণের হীনউদ্দেশ্য বাস্তবতায়ন করা হচ্ছে।

 

প্রেস বার্তায় প্রশাসনের এমন মনোভাব পাহাড়ের অগণতান্ত্রিক ও মানবাধিকার লঙঘনের উৎকৃষ্ট উদাহরণ বলে  উল্লেখ করে আটককৃতদের  অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত