আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির ২৯৯ নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সজীব চাকমা, নারী নেত্রী ওয়াইচিং প্র“ মারমা ও মোনালিসা চাকমা। স্বাগত বক্তব্যে দেন মহিলা সমিতির নেত্রী রিমতিা চাকমা।
জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে বনরুপা পেট্রোল পাম্প চত্বরে ঘুরে গিয়ে শিল্পকলা এডাডেমী চত্বরে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সম্পাদিত পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চুক্তি পুর্নাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য আদিবাসী নারীদের উপর খুন, ধর্ষন ও হত্যাসহ নানান সহিংসতা শিকার হচ্ছে।
বক্তারা আদিবাসী নারীদের অধিকার সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্য ও সংহতির কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে আদিবাসী নারীদের সামিল হওয়ার জন্য আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.