‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালার প্রথম পর্বে উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও শ্যামা চাকমা। স্বাগত বক্তব্যে দেন উপজেলা তথ্য অফিসার মো.হারুন।
দ্বিতীয় পর্বে শিশু ও নারী এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার। ওটিজম বিষয়ে বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা.রেজাউল করিম ও জন্ম নিবন্ধন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম ফারুক। কর্মশালায় মোট ৪০জন অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.