বাঘাইছড়িতে ভারী বর্ষনে পাহাড়ী ঢলে ১২০ হেক্টর পাকা ধান তলিয়ে গেছে

Published: 10 May 2018   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কয়েক দিনে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ১২০ হেক্টর পাকা ধান তলিয়ে গেছে।


জানা গেছে, গত কয়েক দিনে ভারী বর্ষনের কারণে উজান থেতে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নিচু এলাকা বাঘাইছড়ি বাঘাইছড়ি পৌর সভা এলাকা , বাঘাইছড়ি ইউনিয়ন, সারোয়াতলী ইউপি, খেদারমারা ইউপি, ও আমতলী ইউনিয়নের প্রায় ১২০ হেক্টর জমির পাকা ধানের ক্ষয় ক্ষতি হয়েছে । পাকা ধন ঘরে তুলতে কৃষকরা পানিতে ডুবে থাকা পাকা ধান কাটছেন।


ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন,ভারী বর্ষনের কারণে পাকা ধানের ক্ষেত পারিতে তলিয়ে যাওয়ার কারণে এক মুঠো ধান ঘরে তুলতে পারেনি। ধান ঘরে তুলতে না পারায় পরিবার নিয়ে কিভাবে বাচবেন জানেন না। তাছাড়া এ ধান চাষের জন্য অনেক ঋন নিয়েছেন।


উপজেলা কৃষি অফিসার আল ইমরান জানান, বাঘাইছড়ি উপজেলায় পৌর সভা ও ৩ টি ইউনিয়নে ১শ একরের উপর উপর পাকা ধান পানিকে তলিয়ে গেছে। এ বিষয়ে জেলা কৃষি কার্যালয়কে অবহিত করা হয়েছে।


বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান জানান, তার পৌরসভায় টানা বর্ষনে কারনে নিচু এলাকা চাষকৃত পাকা ধানের সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত