সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাসহ ৬ জনের নিহতের ঘটনায় মঙ্গলবার খাগড়াড়িতে শোক সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)।
খাগড়াছড়িতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা পেলে। এসময় সংগঠনটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক ভিভুরঞ্জন চাকমা, কেন্দ্রীয় সদস্য দুর্গারানী চাকমা,উজ্জ্বল ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সদস্য চিত্র বিকাশ চাকমা ও খাগড়াছড়ি জেলা সভাপতি আরদ্য লাল খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা ও তার শেষকৃত্যানুষ্ঠানে যাবার পথে ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মাসহ অপর ৫ জনের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় বক্তারা শোককে শক্তিতে পরিনত করে প্রতিক্রিয়াশীল ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানায়। পাশাপাশি বক্তারা ইউপিডিএফকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.