বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রাঙামাটিতে নানান কর্মসূচি পালিত

Published: 29 Apr 2018   Sunday   

বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রোববার রাঙামাটিতে নানান কর্মসূচি পালিত হয়েছে।


রাজ বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে সকালের দিকে জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাজ বন বিহার প্রাঙ্গন পর্ষন্ত একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।


পরে রাজ বন বিহার মাঠে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি রাজ বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ। এর আগে বুদ্ধ মূর্তি দান অষ্টপরিস্কান দানসহ নানানবিধ দানের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নারী পুরুষ অংশ গ্রহন করেন।


এদিকে,শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহারের ধর্মশালায় আয়োজিত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম দেশনা দেন ত্রিপিটক বিশারদ শ্রীমৎ উপা দীপা মহাথেরো ও শ্রীমৎ শীলানন্দ মহাস্থবির। এছাড়া রাঙামাটিতে অন্যান্য বৌদ্ধ বিহারেও যথাযোগ্য মর্যদায় বুদ্ধ পূজা উদযাপিত হয়েছে।


এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশের সকল অশুভ শক্তিকে দূর করে সবার মঙ্গল কামনা ও মৈত্রীময় জীবন যাপনের প্রার্থনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত