আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৪

Published: 07 Mar 2015   Saturday   

বান্দরবানের আলীকদম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২নিহত অপর ৪জন আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার দক্ষিন পূর্ব পালং পাড়ার বশির আহামদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫) এবং একই এলাকার মোঃ শামসুল আলম এর ছেলে শাকের আহাম্মদ (৩০)। আহত ৪ জনের মধ্যে ২জন সদস্য রয়েছেন। শনিবার আলীকদম-থানচি সড়কের ১৯ কিলো মিটার এলাকায় মালামাল বোঝাই একটি ডাম্পার গাড়ী উল্টে গিয়ে এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে,আলীকদম-থানচি নির্মানাধীন সড়ক প্রকল্পের সেনাবাহিনী ১৬ ইসিবি’র সিমেন্ট বোঝাই একটি ট্রাক ১৬ কিলোমিটার নামক স্থানে ঢালু স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এসময় ট্রাকটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শাকের আহাম্মদের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যায়। এসময় সেনাবহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ডাম্পার গাড়ী চালক আসাদ, সৈনিক যোসেফ, নুরুল ইসলাম (২৩) ও মোঃ জকরিয়া (২৭)। খবর পেয়ে সেনাবাহিনীর উদ্ধার টিম ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করে আলীকদম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত