পাহাড়ের প্রধান সামাজিক উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু মেলা শুরু হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উৎসব শুরু হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্ণেল রেদওয়ানুল হক, জেলা পরিষদ সদস্য হাজী মূছা মাতব্বর, অংশিপ্রু চৌধুরী, ত্রিদিব কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, চানমুনি তংচঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখো, পাংখোয়া জনগোষ্ঠীর লাল চুয়াচ লিয়ানা পাংখোয়া ও উন্নয়ন কর্মী লাল সোয়াক লিয়াানা পাংখোয়া। স্বাগত বক্তব্যে রাখেন রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা।
এর আগে একটি র্যালী রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ। পরে আদিবাসী শিল্পীদের নৃত্যু ও ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গোরিয়া নৃত্যূ পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পাহাড়ের সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়-চোপড়সহ নানান সামগ্রীর স্টল বসানো হয়েছে। এছাড়া তিন ব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা ঐতিহ্যবাহী পাচন রান্না,চাকমা নাটক(ধনপুদি), ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলানায়তনে জুম ফুল থিয়েটারের পরিবেশনায় ধনপুদি মঞ্চস্থ হবে।
বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উদযাপন কমিটির ৩ দিনের অনুষ্ঠানমালা:
সামাজিক উৎসবকে ঘিরে আগামী ৯ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উদযাপন কমিটির উদ্যোগে বনার্ঢ্য র্যালী, ঐতিহ্যবাহী বলি খেলা, নদীতে ফুল ভাসানো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ এপ্রিল রাঙামাটি পৌর চত্বর থেকে জেলা শিল্প কলা পর্ষন্ত র্যালী।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ২৯৯নং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা। আগামী ১০ এপ্রিল ৫ টায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১১ এপ্রিল সাড়ে ৩টায় রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলিখেলা এবং ১২ এপ্রিল ভোর সাড়ে ৬টায় রাজবাড়ি ঘাট পারপারের বনবিহার পূর্বঘাটে ফুল ভাসানো। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন পাহাড়-মহল্লায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.