রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) সাজেক থানা শাখার উদ্যোগে রোববার সাজেকের উজো বাজারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদ সাজেক শাখার সাধারণ সম্পাদক বিপিলন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সাজেক ভূমি রক্ষা কমিটির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবফোরাম সাজেক থানা শাখার সভাপতি সুপন চাকমা। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সাজেক ইউনিট সমন্বয়ক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সহসভাপতি জেনেল চাকমা, সাধারণ সম্পাদক অনুপম চাকমা, সাংস্কৃতিক সম্পাদক সুমন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ সাজেক শাখার সহসভাপতি দুলাল চাকমা, সাধারণ সম্পাদক বিপিলন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুমিত্র চাকমা। সভা পরিচালনা করেন পিসিপি সাজেক শাখার সভাপতি রিপন জ্যোতি চাকমা। আলোচনা সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ সাজেক এলাকার সামাজিক শৃংখলা রক্ষার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সভা থেকে সাজেকে রক্তদান কর্মসূচি গ্রহণ সহ মাজালঙ যুব ফোরাম কমিটি গঠন ও আগামী ১৭ নভেম্বর নানিয়ারচর গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.