রাঙামাটিতে বাদাম বিক্রি করে স্বাবলম্বী মোজাম্মেল

Published: 31 Mar 2018   Saturday   

বেঁচে থাকার জন্যই জীবন যুদ্ধ আর এ জীবন যুদ্ধ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। দু’মুঠো ভাত পেটে দিতে নিজেকে বিলিয়ে দিতে হয় শ্রমজীবী কাজে। মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’ পায়ে দাড়িয়ে ভাজাপোড়া নিয়ে দিন কাটছে হয়েছে মো.মোজাম্মেল হককে(৩২)।এই বাদাম বেপারীর বেশীর ভাগ সময় কাটে শহরের বনরুপা,হ্যাপীর মোড় চম্পক নগর রোডে। তাই রাঙামাটি শহরে বাদাম বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোজাম্মেল হক। সে দশ জনের মত ভাল ভাবেই চলছেন।


মো.মোজাম্মেল হক জানানন, তিনি প্রায় ৬ থেকে ৭ বছর যাবৎ রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাদাম,সিমের বিচি ও বুট বিক্রি করছেন। বাদাম বিক্রি করেই চলছে তার সংসার। তিনি প্রতিদিন সকালে বাদাম নিয়ে ঘর থেকে বের হয়ে রাত ১১টায় ঘরে ফিরেন। প্রতিদিন তিনি গড়ে দেড় থেকে ২ হাজার টাকার বাদামসহ অন্যান্য ভাজাপোড়া বিক্রি করে থাকেন।


তিনি আরো জানান,তার বাদাম যারা খান তারা বার বার তাকে খোখে থাকেন। কারন তার ভাজাপোড়া অত্যন্ত সুস্বাধু ও মজাদারের কারণে বিক্রি হয় বেশী। তার ভাজাপোড়া পল্লী অঞ্চলের গ্রামীণ পুরাতন পদ্ধতিতে তা করা হয়। তার ভাজা পোড়া খেতে শহরের দূর-দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে চম্পক নগর মোড়ে।


তিনি বলেন,সে দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে বাদামসহ সিমের বিচি চাউল ভাজা ও বুট বিক্রি করে চলছে তার সংসার। সে অন্য দশ জনের চেয়ে ভাল ভাবে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বস বাস করছেন। তার সংসারে কোন প্রকান অভাব অনটন নেই বললেই চলে। তবে বুট বাদামের দাম বেশী যদি না হতো তাহলে আরো বেশী লাভবান হওয়া যেত।


মোজাম্মেল জানান, তার জন্ম ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার কিতাম্বর পাড়া গ্রামে। তার বাবা মৃত মঞ্জুরুল হক। তবে দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে তিনি রাঙামাটিতে বসবাস করছেন। বর্তমানে তিনি রাঙামাটি শহরের চম্পক নগরে একটি ভাড়াটিয়া বাসায় স্ত্রীসহ এক সন্তান নিয়ে বসবাস করছেন। স্বামী স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তার সংসার রয়েছে।


ক্রেতারা জানান, মোজাম্মেলের আচার আচারণ অত্যন্ত ভাল এবং তিনি একজন সফল বাদাম বেপারীও বটে। তার ব্যবহারে মুগ্ধ হয়ে সবাই তার কাছ থেকে বাদাম ক্রয় করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত