দুই নেত্রীর উদ্ধারের দাবিতে নানিয়ারচরে সমাবেশে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিনটি সংগঠন।
হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের স্বনির্ভর বাজার অমর বিকাশ চাকমা সড়কে প্রতিবাদ সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রতন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি তপন চাকমা।
এর আগে একটি মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে বের করে নারাঙহিয়া রেড স্কোয়ার ও ক্ষুদ্র জাতিসত্তা সাংস্কৃতিক ইনিস্টিউট সামনে প্রদক্ষিণ করে আবারো স্বনির্ভর বাজার অমর বিকাশ চাকমা সড়কে গিয়ে শেষ হয়।
বক্তারা নানিয়ারচরে দুই নেত্রীর উদ্ধারের দাবিতে শুক্রবার আয়োজিত সমাবশে হামলা ও প্রগতিশীল নারী ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের আটকে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ১২ দিন পরও দুই নেত্রীর উদ্ধারের কোন তৎপড়তা না দেখায় ক্ষোভ প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.