চাকমা রাজ পরিবারের প্রবীন সদস্য কুমার নন্দিত রায় আর নেই

Published: 25 Mar 2018   Sunday   

চাকমা রাজ পরিবারের প্রবীন সদস্য কুমার নন্দিত রায় (রেনি) আর নেই। শনিবার ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(বুদ্ধ-ধর্ম-সংঘ)। তিনি দীর্ঘ দিন ধরে নানান জটিল রোগে ভূগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। তিনি এক ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যূতে রাঙামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চাকমা রাজা দেবাশীষ রায়ের চাচা কুমার নন্দিত রায় গেল কিছু দিন নানান জটিল রোগে ভূগছিলেন। তার জটিল রোগ দেখা দেয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাঁকে ব্যাংককের বামগ্রুদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

 

এদিকে তার মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।  আগামীকাল সোমবার তাঁর মরদেহ রাঙামাটিতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, কুমার নন্দিত রায় প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের ছোট ভাই ছিলেন। তিনি জাতিসংঘের(ইউএনডিপি) সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিতে(ডব্লিউএফপি)  কর্মরত থেকে চাকুরী থেকে অবসর নেন। পরে তিনি রাঙামাটিতে জাতিসংঘের সিএইচটিডিএফ প্রকল্পে যোগদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত