সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 07 Mar 2015   Saturday   

সাংবাদিক মোঃ জামাল উদ্দীন হত্যার বিচারের দাবীতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির কর্মরত সাংবাদিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ। এ সময় বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা শাখার সভাপতি দীপেন দেওয়ান, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটিপ্রেস ক্লাবের সাধারন সম্পাদক  আনোয়ারুল হক, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধূরী আলমগীর, জেলা জাতীয় পার্টি নেতা আরফান আলী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ ইমারন রোকন, রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধূরী ও সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।

 

সমাবেশে বক্তারা সাংবাদিক জামাল উদ্দীনের হত্যাকান্ডের আট বছর পেরিয়ে গেলেও হত্যাকান্ডে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জামালের হত্যাকান্ডে জগিতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত ২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি পর্যটনের হেডম্যান পাড়া এলাকায় একটি গাছের নিচে সাংবাদিক জামাল উদ্দীনের লাশ পাওয়া যায়। সাংবাদিক জামাল স্থানীয় দৈনিক গিরিদর্পণ ও এনটিভিতে কর্মরত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত