কাউখালীতে গর্ভবতী গৃহবধুকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ দুই সংগঠনের

Published: 07 Mar 2015   Saturday   

রাঙামাটির কাউখালী উপজেলায় হেডম্যান পাড়ায় এক আদিবাসী গর্ভবতী গৃহবধূকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

 

শনিবার  পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার স্বাক্ষরত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ রাতে কাউখালি সদর থেকে ৫ জন বাঙালি সেটলার ঘাগড়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় অংসিমং মারমার বাড়িতে যায়। এ সময় তাকে বেঁেধ মারধর করে এবং গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষনকারীরা এসময়  গৃহবধূর স্বামী অংসিমং মারমাদের একটি মোবাইল ফোনও নিয়ে যায়। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা দিতে গেলেও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকার অজুহাতে দায়িত্বরত কর্মকর্তা মামলা নেয়নি।

 

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সেটলার কর্তৃক নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ধর্ষকদের শাস্তি না হওয়ার কারণে এভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে।

 

বিবৃতিতে ধর্ষণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি এবং পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারীর উপর যৌন সহিংসতা বন্ধ করতে সেটলার ও নিরাপত্তাকে প্রত্যাহারের বিকল্প নেই বলে মন্তব্য করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত