বান্দরবানের কালেক্টরেট স্কুলে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

Published: 07 Mar 2015   Saturday   

বান্দরবানের জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুলের বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বান্দরবানের জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)  মোঃ ফরুক হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুদুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৈাঃ আবদুর রহিম। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, উন্নয়নশীল দেশ গড়তে হলে প্রথমে জাতীকে আধুনিক সু- শিক্ষায় শিক্ষিত হতে হবে এছাড়া জাতীয় জীবনে অন্য কোন বিকল্প নেই। এ কারনে সর্ব প্রথম জাতীর আগামী প্রজম্মকে আধুনিক সু- শিক্ষায় শিক্ষিত হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত