যশোরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নিন্দা

Published: 15 Mar 2018   Thursday   

যশোরে ডিবি পুলিশ কর্তৃক বেসরকারী টেলিভিশন বিবিসি নিউজের ফটো সাংবাদিককে নির্যাতনের ঘটনায় নিন্দা ও দোষিদের শাস্তি দাবি জানিয়েছে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন।

 

বৃহষ্পতিবার রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক হিমেল চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সাংবাদিকের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। যা গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ এবং গণতান্ত্রিক রাষ্ট্রে তা কখনো কাম্য হতে পারে না। দোষি পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরো বাড়বে।

 

প্রেস বার্তায় নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার জন্য দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত