সাংবাদিক মোঃ জামাল উদ্দীনের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাঙামাটি শহরের কাঠালতলী ও বনরূপা জামে মসজিদ দোয়া ফাতেহা মিলাদ এবং কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য,২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার পাহাড়ের একটি গাছের নিচে সাংবাদিক জামাল উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ। মোঃ জামাল উদ্দীন বেসরকারী টেলিভিশন এনটিভি’র রাঙামাটি প্রতিনিধি, দৈনিক গিরিদর্পন পত্রিকায় স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, সাংবাদিক মো.জামাল উদ্দীনের ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও সহকর্মীদের উদ্যোগে তিন দিন ব্যাপী কর্মসূচী আয়োজন করেছে। শুক্রবার দুপুরে শহীদ সাংবাদিক জামালের জন্য শহরের কাঠাল তলী জামে মসজিদ, বনরূপা জামে মসজিদ দোয়া ফাতেহা মিলাদ অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে বনরূপা কবরস্থানে জামালের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা। এসময় সাংবাদিক জামালের ছোট বোন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক (সাংবাদিক) ফাতেমা জান্নাত মুমু, বড় ভাই মো. সালাউদ্দীন করিম আবু, মেজভাই মো. কামার উদ্দীন আকাশ, ছোট ভাই মো. জাবেদ উদ্দীন ও বোন মহুয়া জান্নাত মণি উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ মার্চ জামালের নিজ বাস ভবনে দোয়া ফাতেহা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রাঙামাটি সাংবাদিক সমাজের ব্যানারে জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন আয়োজন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.