নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের জোরালো দাবী

Published: 06 Mar 2015   Friday   

আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে খাগড়াছড়িতে শুক্রবার থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসন, সনাক-টিআইবি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন-সমাবেশ-সেমিনার কর্মসূচি পালন শুরু করেছে।

 

নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এবং “ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক, দুর্নীতি রুখবেই” এই শ্লোগানে শুক্রবার শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত  মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনার কলি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ূয়া, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অধ্যাপক মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি শিল্পী সংসদ সভাপতি মো. আবুল কাশেম এবং আবৃত্তিশিল্পী সুপ্তা চাকমা।

 

এসময় সনাক সদস্য অধ্যাপক মধু মঙ্গল চাকমা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের নারীরা এখন বিভিন্নভাবে দেশের উন্নয়নে অবদান রাখছে। নারীর উন্নয়ন না হলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। নারীর অগ্রযাত্রার পথে বাঁধাসমূহ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এবারের দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র মূল প্রতিপাদ্য- “ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক, দুর্নীতি রুখবেই”। দুর্নীতির ক্রমবর্ধমান বিস্তৃতির কারণে, মানবিক মূল্যবোধের অবক্ষয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির বিরুদ্ধে জাগ্রত বিবেকের ঘাটতি প্রভৃতি সমাজে ন্যায্যতা ও আইনের শাসনকে দুর্বল করে তুলছে যা নারীর প্রতি বৈষম্য ও তার অধিকার হরণে সহায়ক ভূমিকা পালন করছে। নারীকে ক্ষমতাহীন রেখে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধে জাগ্রত বিবেকের সমন্বিত প্রয়াসেই দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এসময় তিনি আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে টিআইবি’র ১১ দফা দাবি উত্থাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত