রোববার খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ

Published: 06 Mar 2015   Friday   

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার খাগড়াছড়ি যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ ও র‌্যালী কর্মসূচি পালিত হবে।

 

শহরের টিটিসি মোড়ে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কর্তৃক যৌথভাবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন এইচডব্লিউএফের সভাপতি নিরুপা চাকমা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা। এছাড়া সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দও সমাবেশে অংশ নেবেন।

 

সমাবেশকে লক্ষ্য করে প্রচারিত এক প্রচারপত্রে বলা হয়, “বর্তমানে নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে এই নির্যাতনের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্র সমতলের চাইতে কম ভয়াবহ নয়। গত দুই মাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ৯জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। গত বছর ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছিলেন ৩৪ জন পাহাড়ি নারী ও শিশু।

 

সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন ও সফল করার জন্য হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতৃবৃন্দ প্রশাসনসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত