সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সুনীল কান্তি দে’কে দেখতে গেলেন জেলা পরিষদ চেয়ারম্যান

Published: 04 Mar 2018   Sunday   

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক পার্বত্য অঞ্চল প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রোববার সন্ধ্যায় তার বাসভনের দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় পরিষদ চেয়ারম্যান এই প্রবীন সাংবাদিকের শারীরিক খোজ খবর নেন এবং চিকিৎসকের পরার্ম অনুযায়ী ঔষুধ গ্রহন ও চলাফেরা করার পরামর্শ দেন।


এ সময় রাঙামাটি প্রেস ক্লবের সভাপতি সাাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গেল শনিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক আয়োজিত কুমার সমিত রায় জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতার খোজ খবর নিতে যাওয়ার সময় জেলা পরিষদ এলাকা বিজন স্মরনী সড়কে সিএনজি উল্টে গেলে প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে আহত হন। দূর্ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সামান্য আহত হলেও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে এর দুই হাতে ক্ষত হয়। আহত অবস্থায় তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান শেষে দায়িত্বরত চিকিৎসক আংকামুক্ত বলে আশ্বাস দেওয়ায় তাদের নিজ বাড়ী যাওয়ার অনুমতি দেয়। বর্তমানে প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে তার নিজ বাসায় চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত