বিজিবি’র সদর দপ্তর প্রত্যাহারের দাবীতে দীঘিনালায় মানববন্ধন

Published: 05 Mar 2015   Thursday   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার মানবন্ধন কর্মসচী পালন করেছে পাহাড়ীদের সামাজিক সংগঠন ভূমি রক্ষা কমিটি। 

 

সকাল ৯ টায় বাবুছড়া থেকে উপজেলা সদর পর্যন্ত ১২কিলোমিটার সড়কজুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমা ও প্রজ্ঞান জ্যোতি চাকমা।

 

বক্তাগন আগামী ১০ মার্চের মধ্যে যত্ন মোহন কার্বারী পাড়ায় স্থাপিত বিজিবি’র ৫১ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রত্যাহার করার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর মাধ্যমে বিজিবি’র সদর দপ্তর প্রত্যাহারে বাধ্য করা হবে বক্তাগন হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত