লামায় কারিতাসের কৃষি সহায়তা উপকরণ বিতরণ

Published: 05 Mar 2015   Thursday   

 

বান্দরবানের লামায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ফাইতং ও আজিজনগর ইউনিয়ন দুটির ৮১ জন দরিদ্র কৃষকের মধ্যে বৃহস্পতিবার  গ্রষ্মকালীন কৃষি সহায়াতা  উপকরণ বিতরণ করা হয়েছে।

কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের উদ্যোগে স্থানীয় কারিতাস কার্যালয়ে  বিবরণ অনুষ্ঠানে প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা ইয়াহিয় আহামদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাইতং ইউপি চেয়ারম্যান শামশুল আলম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মহিলা মেম্বার হ্লাইছা মার্মা, মেম্বার থোয়াইহ্লা মার্মা, মোহাম্মদ ইব্রাহিম,নিপা চাকমা ক্যাছাওয়ান চাক প্রমূখ।

 

অনুষ্ঠানে  উপকারভোগীদের মাঝে প্রকল্পের ফাইতং ও আজিজনগর দু ইউনিয়নে ৮১ জন দরিদ্র কৃষকের মাঝে বোরো চাষের জন্য ১৬ হাজার ৯০ টাকা করে সেচের টাকা  এবং জৈব সার প্রতি কৃষককে ৭০ কেজি করে বিতরন করা হয়।

 

কারিতাস সূত্রে জানাগেছে কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ধরনের আই জি এ প্রদানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অতি দরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিত করণে সহায়তা করে যাচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত