খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম উগলছড়িতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে জাবরাং কল্যাণ সমিতির উদ্যোগে “মানসম্মত শিক্ষার জন্য তৃনমূল উদ্যোগ” প্রকল্পের অধীনে বৃহস্পতিবার উপজেলার উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্য শিবির হয়। পানছড়ি উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন ও স্বাস্থ্য সহকারী মঙ্গল জ্যোতি চাকমা স্বাস্থ্য শিবির পরিচালনা করেন। স্বাস্থ্য শিবির পরিচালনা করার সময় বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এলাকার ছাত্র/ছাত্রীর অভিভাবক ও এস এম সি প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আথোয়াই মারমা, জাবরাং কল্যাণ সমিতির প্রতিনিধি পূর্ণ বিকাশ ত্রিপুরা এবং অনিল চাকমা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.