ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে সোমবার রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার কর্মরত কর্মীরা মানববন্ধন করেছে।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সোলেয়মান, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মনসুর আহমেদ, প্রবীন সাংবাদিক একলাস মিয়া খান, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাস্তবায়িত হলে স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং তার পাশাপাশি সরকারী অফিসের দুর্নীতিকে অবাধ করে তুলবে। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.