রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহমেদের ইন্তেকাল

Published: 02 Feb 2018   Friday   

রাঙামাটির সাংবাদিক অলি আহমেদ ও এডভোকেট জামাল উদ্দিনের বড় ভাই তবলছড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে -----রাজেউন)। মৃত্যু কালে তারবয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার চট্টগ্রামের সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েক বছর অসুস্থ ছিলেন।

 

বৃহস্পতিবার রাঙামাটির বাসায় অসুস্থ হয়ে পড়লে ওই দিনই চট্টগ্রামের সিএসসিআরে ভর্তি করে লাইফ সার্পোটে রাখা হয়। নিবিড় পর্যবেক্ষনে রাখার পর  ওই দিন বৃহস্পতিবার  রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর রাতে তার মরদেহ রাঙামাটির মাঝের বস্তি পুলিশ ফাঁড়ি সংলগ্ন নিজ বাসায় নিয়ে আসা হয় । আলী আহমেদ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটির ব্যবসায়ী ,সাংবাদিক,বন্ধু মহলে ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে আলী আহমেদ স্ত্রী ও ১ ছেলেসহ বহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

শুক্রবার সকালে আলী আহমেদকে শেষ বারের মত দেখতে তার বাসায় অগনিত মানুষ ভিড় করে। বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ বাসায় গিয়ে আলী আহমেদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলী আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ জানায় অংশ নেন। জানাজা শেষে তবলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে আলী আহমেদের মরদেহ দাফন করা হয়।

 

জীবদ্দশায় আলী আহমেদ তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাঙামাটির শ্যামলী পরিবহনের প্রতিনিধি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি ব্যবসায়ী নেতা হিসাবে দক্ষতার পরিচয় দিয়ে তবলছড়ি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন ও বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

 

এছাড়া রাঙামাটির যাত্রী সাধারনের কল্যানেও আলী আহমেদ নিরলস প্রচেষ্ঠা চালিয়ে গেছেন। রাঙামাটিতে যানবাহনে যাত্রীদের  চলাচলে সেবা সুবিধা বাড়াতে বিলাসবহুল দুরপাল্লার বাস চালুর পেছনে আলী আহমেদের অবদান ছিল অনেক। রাঙামাটিতে প্রথম বিলাস বহুল গাড়ী কর্ণফুলী সার্ভিস ও পরে তবলছড়িতে পৃথক বিরতী হীন সার্ভিস চালু করে তিনি যাত্রীসেবায় মনোযোগী হন।

 

রাঙামাটিতে আগত পর্যটকদের জন্য তিনি শীতাতপ নিয়ন্তিত বাস সার্ভিস চালুর ব্যবস্থা নিয়েও রাঙ্গামাটির পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সহয়তা করেছেন।

 

তিনি শ্যামলী পরিবহনের প্রতিনিধি হিসাবে দায়িত ¡নেয়ার পর তার পথ অনুসরণ করে আরো অনেকে রাঙামাটিতে বিলাশ বহুল পরিবহন সার্ভিস চালু করেন। রাঙামাটির যাত্রী সাধারনের কল্যানে তার এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত