খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ‘রত্মগিরি অরন্য কুটিরে’ ১ম বারের মতো দিন ব্যাপি আঠাশ বুদ্ধ পূজা ও শীবলী পূজা অনুষ্ঠিত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্বধর্ম দেশনা দেন শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুনা বর্ধন মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাদনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, রাজ বনবিহার থেকে আগত সুদর্শী স্থবির, খাগড়াছড়ির ক্ষান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ আর্য্যেবোধি মহাস্থবির প্রমূখ।
জুনেল চাকমা ও মুকুল চাকমা সঞ্চালনায় দায়ক-দায়িকাদের পক্ষ থেকে স্ব-ধর্ম বক্তব্য দেন রাজপুত্র ত্রিভূবন আর্য্যদেব রায়।
অনুষ্ঠানে লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা,চেংগী ইউপি চেয়ারম্যান কাঁলা চাদ চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাসহ কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলর্মী অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.