রাঙামাটিতে দুদিনব্যাপী বুহ্যচক্র অনুষ্ঠানের আয়োজন

Published: 31 Jan 2018   Wednesday   

মাঘী পূর্নিমা উপলক্ষে বুধবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটি আনন্দ বিহার প্রাঙ্গনে  শুরু হয়েছে বুহ্যচক্র অনুষ্ঠান।

 

রাঙামাটি শহরে আনন্দ বিহার প্রাঙ্গনে ৮৩ তম বুহ্যচক্র অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা রাজা দেবাশীষ রায়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বুদ্ধ পুজা, সংঘদান অষ্টপরিষ্কার দান, ধর্মালোচনা সভা করা হয়। সভায় ধর্মাপোদেশ দেন আনন্দ বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাস্থবির।  এসময় সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিশিষ্ট চিকিৎসক একে দেওয়ান, সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের বৌদ্ধ নারী পুরুষ অংশ গ্রহন করেন এবং বহুচক্র ঘুরে দেখেন।

 

এই বহুচক্রে উদ্দেশ্য হচ্ছে মানব কুল, প্রাণীকুলের জীবন চক্র উপলব্দি করা। এতে  মাঝখানে বসানো রয়েছে একটি বুদ্ধ মুর্তি। সেখানে যাওয়ার জন্য একাধিক পথ রয়েছে। তবে বুদ্ধ মূর্তি পর্যন্ত গেছে মাত্র একটি পথ। বাকী পথগুলো অর্ধেকে শেষ হয়েছে। তাই এ পথ পেরিয়ে যিনি এই বুদ্ধ মুর্তির দর্শন পাবেন তিনিই হবেন ধার্মিক ব্যক্তি। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শেষ হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত