মঙ্গলবার ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় রামপুরায় অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির জেলা সভাপতি মো: সাহাজল ইসলাম (সজল), পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি মো: আবদুল কাইয়ুম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কুমিল্লা পলিটেকনিকেল শাখার সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের পক্ষে মো: শাহআলম, পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমান প্রমুখ।
সভায় আগামী ২৪ এপ্রিল পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের হল রুমে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান-ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত সমূহের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পার্বত্যাঞ্চালে যৌথ অভিযান চালিয়ে অবৈধঅস্ত্র উদ্ধার, রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস চালু এবং; সন্তু লারমার চাপে বা হুমকিতে নতি স্বীকার করে ভয় পেয়ে বিতর্কিত ভূমি কমিশন আইন সংস্কার ও বাস্তবায়নের উদ্যোগ না নেয়াসহ ৮ দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.