বনভান্তের পরিনির্বান দিবস ও প্রজ্ঞাহিত ভান্তের স্থবির বরণ উপলক্ষে মহালছড়ি মিলনপুর বন বিহারে পূণ্যানুষ্ঠান

Published: 30 Jan 2018   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মিলনপুর বন বিহারে সাধনানন্দ মহাস্থবির এর পরিনির্বান ও প্রজ্ঞাহিত ভান্তের স্থবির উপলক্ষে মঙ্গলবার এক পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মিলনপুর বনবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত  এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত পূণ্যানুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলার অজলচুগ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যমতি ভিক্ষু। প্রধান সংঘনায়ক হিসেবে উপস্থিত ছিলেন, মিলনপুর বন বিহারের বিহারাধ্যক্ষ  শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির। এ পূণ্যানুষ্ঠানে পরিনির্বাণ প্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র স্মরণে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, আকাশবাতি দান, হাজারবাতি দানসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয় এবং সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় দেশনা ও শ্রীমৎ প্রজ্ঞাহিত ভিক্ষুকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী স্থবির বরণ করা হয়।

 

ধর্মীয় দেশনাকালে প্রধান ধর্মদেশক শ্রীমৎ সত্যমতি ভিক্ষু পরিনির্বাণ প্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)কে শ্রদ্ধাচিত্তে স্মরন করে বলেন, লোহাকে যেমন মরিচায় ধ্বংস করে তেমনি হিংসা, দ্বেষ, মোহ মানুষকে ধ্বংস করে। অহিংসা পরম ধর্ম- বুদ্ধের এ চিরন্তন বাণীকে অনুসরন করে সকলকেই মৈত্রীভাব পোষণ করার জন্য হিতোপোদেশ দেন। 

 

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জানুয়ারী এই দিনে রাঙামাটি রাজ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) পরলোকগত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত