আলীকদমে গিয়ে শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন হাফেজ মাওলানা আবদুল হাই

Published: 22 Jan 2018   Monday   

আলীকদম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে  তৃতীয় তম ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করতে এসে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের চকরিয়ার উপজেলার খুটাখালী দারুল হুফ্ফাজ (হাফেজ খানা) ও এতিম খানার পরিচালক পীর প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুল হাই।

 

গেল ২২ জানুয়ারি সোমবার রাত ২টা ৪০ মিনিটে আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহতাব উদ্দিন চৌধুরী এ সময় তাঁর মৃত্যু নিশ্চিত করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্য হাজার হাজার মানুষ হাসপাতালে তাকে দেখতে আসেন।

 

 আলীকদম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের  সভাপতি নাছির উদ্দিন সওদাগর বলেন, খুটাখালীর পীর প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুল হাই  হুজুর  তার বাসায় রোববার বিকেল ৫টা থেকে অবস্থান করছিলেন। কিন্তু হুজুর অসুস্থতাবোধ করায়  তার বাসায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত সোয়া একটার সময় বাসা থেকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  গেল ২১ জানুয়ারি রোববার আলীকদম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় অধিবেশনে হুজুরের সভাপতিত্ব করা কথা ছিল।

 

এ ব্যাপারে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতাব উদ্দিন চচৌধরী ও কর্তব্যরত চিকিৎসক মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাস কষ্ট অবস্থায় হুজুরকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় হুজুরের শ্বাসকষ্ট হচ্ছিল খুব বেশি। তাই তাঁকে অক্সিজেন, স্যালাইন ও ইনজেকশান দেওয়া হয়। এ অবস্থার মাঝে আরো বেশী শ্বাস কষ্ট বেড়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় হুজুর  মারা যান।

 

ওয়াজ মাহফিলের সাধারণ সম্পাদক  মোঃ কায়েস উদ্দিন সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুজুরের মৃত্যুর খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে গভীর রাতে হাসপাতালে তাঁর অসংখ্য মুরীদ, শুভাকাঙ্খী ও অনুগ্রাহীরা হাসপাতালে ভীড় করেন। ভোর রাত ৪টার সময় তাঁকে আলীকদম সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেন্স যোগে চকরিয়ার খুটাখালীস্থ বাড়ীতে নিয়ে যাওয়া হয়।

 

 এ ব্যাপারে খুটাখালী দারুল হুফ্ফাজ(হাফেজ খানা ও এতিম খানার সহকারী পরিচালক হাফেজ ইউসুফ  বলেন,  গেল ২১ জানুয়ারী আলীকদম উপজেলার  আলীকদম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়েছিলো। হঠাৎ করে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন খুটাখালী দারুল হুফ্ফাজ (হাফেজ খানা) ও এতিম খানার পরিচালক পীর প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুল হাই।

 

 

এদিকে, পারিবারিক সিদ্ধান্তে  মঙ্গলবার বিকাল ৫ টায় খুটাখালী কিশালয় উচ্চ বিদ্যালয় ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া দরবার শরীফের খলিফার দায়িত্ব পালন করছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত