খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী রোববার দিনভর বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করেছে।
সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুমিল্লাস্থ ‘জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও হাসপাতালের উদ্যোগে এলাকবাসীদের চক্ষু সেবা ছাড়াও সব ধরনের চিকিৎসা দেয়া হয়। রোববারের তৃতীয় বারের বিনামূল্যের চক্ষু সেবা আয়োজনে মধ্য দুপুর পর্যন্ত কয়েক হাজার বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী নারী-পুরুষ ও শিশু চোখের চিকিৎসা নিয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়ানো রোগীর সারি দেখেই বোঝা গেছে মাটিরাঙ্গার মানুষ কতোটা চিকিৎসা সেবা বঞ্চিত। কুমিল্লাস্থ ‘জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’র দুইজন বিশেষজ্ঞ, চারজন চিকিৎসক এবং একজন সার্জন দিনভর কয়েক হাজার রোগীকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছেন। এই আয়োজনের ধারাবাহিকতা দেখতে চান এলাকাবাসী।
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও কুমিল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান আল বান্না জানান, মাটিরাঙ্গার মতো প্রত্যন্ত পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সহযোগিতায় রোগীদের ব্যাপক সাড়া দেখে সন্তুষ্ট। ভবিষ্যতে সুযোগ পেলে বার বার সেবা দিতে পারলে ভালো লাগবে।
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী জানান, বছর জুড়েই দেশের নানা প্রান্তে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং অপারেশন সেবা দিয়ে থাকে। মাঠ পর্যায়ে সর্বোচ্চ সেবা, প্রয়োজনীয় ঔষধপত্র দেয়ার পাশাপাশি ছোট-খাটো অপারেশন সারানো হয়। আর যেসব অপারেশন আবাসিক পর্যায়ের সেসব রোগীদেরকে কুমিল্লায় নিয়ে গিয়ে চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পেঁছে দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.