বৈসাবি ও নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনের মেলার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ

Published: 02 Mar 2015   Monday   

পাহাড়ের বৈচিত্র্যময় সামাজিক উৎসব ‘বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি)’ ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১১ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সরকারী হাইস্কুল মাঠে ৪ দিনের মেলা অনুষ্ঠিত হবে।

 

উৎসব উদযাপন ও মেলার প্রস্তুতি উপলক্ষে সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমার সভাপতিত্বে নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

 

পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সেনাবাহিনী ও বিজিবির প্রতিনিধি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোল্যা মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য বীরকিশোর চাকমা অটল, মোঃ সাহাবউদ্দিন মিয়া, সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, সহাকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক প্রতিষ্ঠান’র সহকারী পরিচালক সুসময় চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়–য়া, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা ও বিউটি রানী ত্রিপুরা, সদর থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম এবং প্রেসক্লাবের সাঃ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত