বান্দরবানে পুলিশ, বিএনপি-আ.লীগ ব্যাপক সংঘর্ষে পৌর মেয়রসহ ১৬ জন আহত

Published: 05 Jan 2015   Monday   

বান্দরবানে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে ডিবি পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমানসহ উভয় দলের অন্তঃত ১৬ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনার জন্য উভয় দলের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে বিএনপির নেতা কর্মীরা বাজার এলাকার নিজ কার্য্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময়  শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে দিক থেকে আওয়ামীলীগ ও একটি মিছিল বের করলে উভয় দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। উভয় দলের নেতা কর্মীদের মধ্যে ইট পাটকেল ও লাঠি নিয়ে সংঘর্ষ চলাকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, বিএনপি নেতা ও বান্দরবানের পৌর মেয়র জাবেদ রেজা ও ২ডিবি পুলিশসহ অন্তঃত ১৬ জন আহত হন।

ঘটনার পর বিক্ষুদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির অফিস, ব্যাবসা প্রতিষ্ঠান ও বিএনপি নেতা পরিচালিত স্থানীয় দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকা অফিসেও  ভাঙচুর চালায়। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে বান্দরবান শহরে দোকান পাট বন্ধ হয়ে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, বিএনপির নেতা কর্মীরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। অন্যদিকে আওয়ামীলীগের নেতা শফিকুর রহমান জানান, আওয়ামীলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছিল। এসময় বিএনপির মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান আহত হন। এতে নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবক‘টি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত