বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভাবনা বিষয়ক সম্পাদক,বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ থেরো’র ‘মহাথেরো’ বরণ অনুষ্ঠান আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাঙামাটির বাঙ্গালহালিয়া অনুষ্ঠিত হবে।
উপজেলাস্থ বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজোতিকাধ্বজ ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এম.পি। অশীর্বাদক উ ঞানা ওয়াইনসা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক উ পঞ্ঞা চকক মহাথেরো, প্রধান জ্ঞাতি প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, প্রধান বক্তা অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, বিশেষ অতিথি যতীন্দ্র লাল ত্রিপুরা,ভদন্ত বোধিমিত্র মহাথেরো, উদ্বোধক প্রমথ বড়ুয়া সহ বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দুই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ, দেশী-বিদেশী অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুই দিনের অনুষ্ঠানে দ্বিতীয় দিন ১৯ জানুয়ারি শুক্রবার ‘মহাথেরো’ বরণ ও ‘বরণোত্তর সংবর্ধনা সভা’ অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল বেলায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধমরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথেরো, আশীর্বাদক ভদন্ত জীবনানন্দ মহাথেরো, উদ্বোধক সদ্ধমরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, প্রধান বক্তা প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পন্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.