কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা আবদুর রসিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published: 12 Jan 2018   Friday   

কাপ্তাইয়ের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় বসবাসরত  সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রসিদ (৯২) বুধবার রাত ৯ টার সময়  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।(ইন্না----রাজিউন)।

 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে বৃহস্পতিবার বেলা ১ টার সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শীলছড়ি কবর স্থানে দাফন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, ইউএনও তারিকুল আলম,উপজেলা আ` লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী,ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা,নুর নাহার বেগম, ওসি সৈয়দ মোহাম্মদ নুর,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত