রাঙামাটিতে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৩ দিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি তাবলিগ জামাতের অধিনে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। মানিকছড়ি বিসিক শিল্প নগরী খোলা মাঠে তিন দিনব্যাপী ইজতেমা বসেছে।
ইজতেমায় সবচেয়ে বড় জামাত হবে শুক্রবার। জুমার নামাজে হাজারো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি জেলা পর্যায়ে প্রথম বারের এই ইজতেমায় প্রথম দিনের শুরুতে আলোচনা করেন ইজতেমা বাস্তবায়ন কমিটির জিম্মাদার আব্দুল কুদ্দুস।
ইজতেমায় বয়ানের পাশাপশি ইজতেমা প্রাঙ্গনে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
এ দিকে ইজতেমা প্রাঙ্গনে পর্যাপ্ত টয়লেট, অস্থায়ী নলকূপ,পানির মটরসহ বসানো হয়েছে বিশাল আকারের ওজুখানা । মুসল্লীদের খেদমতের জন্য ইজতেমার কর্তৃপক্ষের এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তায় জেলা পুলিশের সাড়ে ৩’শ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। ইজতেমায় জেলার আশপাশের এলাকাসহ ১০ উপজেলার মানুষ ইজতেমায় অংশ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.