রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আগামী ৮ জানুয়ারী ৯৯তম জন্ম দিবস উপলক্ষে বুধবার রাঙামাটি শহরে ত্রিপিটকের বর্নাঢ্য র্যালী বের করা হয়।
বনভান্তের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার দুপুরের দিকে শত শত পূর্নার্থীরা মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে ত্রিপিটক র্যালীতে অংশ নেন। র্যালীটি রাঙামাটি রাজন বনবিহার প্রাঙ্গন থেকে শুরু হয়ে পুরো রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার মধ্যে ভক্ত ও পূর্নাথীরা ত্রিপিটক বাহী গাড়ী বহরে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।
রাজ বন বিহার পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মহাপরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের ইচ্ছা ছিল ধর্মপূজা করা। ত্রিপিটক পুজাকে তিনি ধর্মপূজা বুঝিয়েছেন। তাই তাকে উদ্দেশ্য ও স্মরণ করে এই ত্রিপিটককে সম্মানের সহিত পুরো রাঙামাটি শহরে প্রদক্ষিণ শেষে ৫ দিন দিনব্যাপী রাজ বনবিহারে ত্রিপিটক পুজা করা হবে।
উল্লেখ্য, রাঙামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.