প্রধানমন্ত্রীর সাথে সন্তু লারমার বৈঠক

Published: 02 Jan 2018   Tuesday   
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু ) লারমার মধ্যে বৈঠক হয়েছে। প্রায় পৌনে দু’ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

 

বৈঠকে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগ্রগতিসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

 

বৈঠকে রাঙামাটি আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

অপর একটি সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোন কোন ধারাগুলো বাস্তবায়িত হয়েছে এবং কোন ধারাগুলো অবাস্তবায়িত রয়েছে সে বিষয়ে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ  দুই যুগেরও বেশী সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানের লক্ষ্যে তৎকালীন আওয়ামীলীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে  ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের ২০ বছর পূর্তিতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে চুক্তি সম্পাদনকারী দুটি পক্ষের ভিন্ন মত দেখা দেয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) দাবী পার্বত্য চুক্তির মৌলিক বিষয়সমূহের মধ্যে দুই-তৃতীয়াংশ বিষয়ই অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। তবে সরকার পক্ষ থেকে পার্বত্য চুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮ ধারা পূর্নাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে, ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকী ৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে বলে দাবী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত