রাঙামাটির রাজ বন বিহারে ৮৪ হাজার বাতি প্রজ্জ্বালন

Published: 01 Jan 2018   Monday   

ইংরেজী নব বর্ষ উপলক্ষে সোমবার রাঙামাটির রাজ বন বিহারে দেশে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধর্মীয় অনুষ্ঠান ও ৮৪ হাজার বাতি প্রজ্জ্বালন করা হয়েছে।

 

রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। পঞ্চশীল প্রার্থনা দেন  রাজ বন বিহারের সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাথেরো। এর আগে অষ্টশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান,হাজার বাতি উৎস্বর্গসহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করা হয়।

 

ধমীর্য় অনুষ্ঠান শেষে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে  সমবেত হাজার হাজার পূর্নার্থী ৮৪ হাজার বাতি প্রজ্জ্বালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত