খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপুসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

Published: 27 Feb 2015   Friday   

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দু’টি ব্রিজের নির্মান কাজে পে-অর্ডার জালিয়াতির বিষয়ে জেলা আওয়ামীলীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুসহ চারজনের বিরুদ্ধে মাটিরাংগা থানায়  দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

 

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, রাঙামাটির উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলাটি করেন।  মামলার অপর অভিযুক্তরা হচ্ছেন মাটিরাঙ্গা উপজেলার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী, অগ্রনী ব্যাংকের ব্যাবস্থাপক করুনা বিকাশ চাকমা ও উদয়ন কর দেওয়ান।

 

মামলার এজাহারে বলা হয় আসামীগন পরষ্পর যোগসাজসে মাটিরাঙ্গা উপজেলার  ব্রিজ নির্মানে ৯২হাজার টাকার পে-অর্ডারের স্থলে ৯২০টাকার পে-অর্ডার এবং অন্য আরেকটি কাজে ১লক্ষ ৬০হাজার টাকার পে অর্ডারের স্থলে ১৬হাজার টাকার পে-অর্ডার দাখিল করে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। যা দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ইং সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ।

 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ মামলা দু’টি দায়ের কথা স্বীকার করেন এবং খুব শ্রীঘ্রই তা আদালত পাঠানো হবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত